top of page

Doctor’s Day:নিরলস সেবার নীরব নায়কদের সম্মান এই জাতীয় চিকিৎসক দিবস

  • an Author
  • Jul 1
  • 2 min read
Doctors in superhero poses with "Doctors' Day" text, vibrant comic-style background, showing strength and dedication.

Doctor’s Day :প্রতিবছর ১ জুলাই ভারতে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস বা national Doctor’s Day।সমাজকে চিকিৎসকদের নিরলস,নিঃস্বার্থ সেবা এবং অপরিসীম অবদানের প্রতি সম্মান জানানোর জন্য এই দিনটি উৎসর্গীকৃত।

তবে জানেন কি কেন এই ১ জুলাই দিন টি কে ভারতে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় ?ভারতে, জাতীয় চিকিৎসক দিবস ১লা জুলাই পালন করা হয় জাতির অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে।তিনি একজন ডাক্তার ই ছিলেন না তার সাথে সাথে তিনি ছিলেন শিক্ষানুরাগী, সমাজসেবক ও পশ্চিমবাংলার দ্বিতীয় মুখমন্ত্রী।তিনি  ১ জুলাই ১৮৮২ সালে জন্মগ্রহণ করেন এবং ১ জুলাই ১৯৬২ সালে প্রয়াত হন। তাঁর স্মৃতিকে সম্মান জানাতে এই দিনটিকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়।

আমাদের জন্ম থেকেই চিকিৎসকরা আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তারাই প্রথম স্বাগত জানান পত্যেক মানব জীবন কে।চিকিৎসক শুধু রোগ নিরাময় করেন না, অনেক সময় একজন রোগীর জীবনে আশার আলো হয়ে ওঠেন। তাঁরা দিনের পর দিন মানুষের সুস্থতা ও জীবনের জন্য নিরলসভাবে কাজ করেন।বিশেষ করে করোনা মহামারির সময় চিকিৎসকরা যে সাহসিকতা ও আত্মত্যাগ দেখিয়েছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।এমন সময়ে তাদের সহনশীলতা, সাহস এবং অবিচল প্রতিশ্রুতি সত্যিই অনুপ্রেরণামূলক।

চিকিৎসকদের প্রভাব কেবল ব্যক্তিগত রোগীর যত্নের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা চিকিৎসা গবেষণার অগ্রভাগে রয়েছেন, নতুন চিকিৎসা পদ্ধতি এবং নিরাময় আবিষ্কারের জন্য জ্ঞানের সীমানা ক্রমাগত ঠেলে দিচ্ছেন। তারা শিক্ষাবিদ, পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যসেবা পেশাদারদের প্রশিক্ষণ দেন। তারা জনস্বাস্থ্য নীতি উন্নত করতে এবং সবার জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করেন।এই দিনটি পত্যেক চিকিৎসক এবং চিকিৎসা মূলক কাজের সাথে যুক্ত মানুষ গুলির কাছে বিশেষ দিন ।

হাসপাতাল এবং সাস্থ কেন্দ্র গুলিতে এই দিন এ বিশেষ বিশেষ অনুষ্ঠান এর আয়োজন হয় এবং চিকিৎসক দের অভ্যর্থনা এবং সন্মান জানানো হয় ।এই দিন অনেক হাসপাতাল এবং ট্রাস্ট গুলি রক্ত দেন শিবির এর আয়োজন করেন।

আসুন আমরা তাদের নিরলস প্রচেষ্টা, তাদের ত্যাগ এবং আমাদের স্বাস্থ্য ও সমাজের উপর তাদের গভীর প্রভাবকে স্বীকার করি।একটি সাধারণ ধন্যবাদও অনেক বড় কিছু হতে পারে।

ধন্যবাদ সকল চিকিৎসক এবং চিকিৎসার কাজ এর সাথে যুক্ত মানুষ দের।

ধন্যবাদ ড: বিধান চন্দ্র রায়ের মতো মানুষ দের যাদের অক্লান্ত প্রচেষ্টায় ভারতের চিকিৎসা ব্যবস্থা এত পরিমানে উন্নত হয়েছে।


Comments


bottom of page