top of page

গঙ্গা কে নদী কিন্তু বহ্মপুত্র কে নদ বলা হয় কেন ?

  • an Author
  • Jun 30
  • 1 min read
Boats glide on a serene river at sunset, with a golden-orange sky and distant silhouettes. People stand by the water's edge, evoking tranquility.

আমরা সকলেই কোথাও না কোথাও শুনেছি যে গঙ্গা কে গঙ্গা নদী এবং বহ্মপুত্র কে বহ্মপুত্র নদ নামে ডাকা হয় |এখন আমাদের সকলের মনেই প্রশ্ন আস্তে পারে যে দুটোই নদী হওয়ার সত্ত্বেও একটি কে নদী ওপর টি কে নদ বলা হয় কেন ?এর উত্তর লুকিয়ে রয়েছে নদী ও নদ কাদের বলে তার মাঝে |

আসুন দেখে নিই আমরা কোন নদী গুলি কে নদী এবং কোন নদী গুলি কে নদ বলতে পারি|

এই নদ এবং নদী ডাকা হয় সেই নদী বা নদটির নাম এর ভিত্তেতে ,নাম এর কারন্তের ভিত্তিতে|

যে সমস্ত জল প্রবাহের নাম গুলি পুরুষ বাচক তাদের নদ এবং যে সমস্ত জলপ্রবাহের নাম নারী বাচক তাদের নদী নাম এ অবিহিত করা হয় |

পুরুষ বাচক নাম এর কারান্ত হয় অ-কারান্ত এবং স্ত্রী বাচক নাম এর কারান্ত হয় আ-কারান্ত বা ই-কারান্ত |

গঙ্গা একটি আ-কারান্ত নাম হওয়াই গঙ্গা নামটি স্ত্রী বাচক বর্ণিত হয় তাই গঙ্গা কে আমরা নদী নামে ডেকে থাকি |

ওপর দিক এ বহ্মপুত্র একটি অ-কারান্ত শব্দ তাই এটি পুরুষ বাচক হিসেবে বিবেচতি হয় ফলত বহ্মপুত্র কে আমরা নদ নাম পেয়ে থাকি|

এই নদ এবং নদী গুলির আলাদা আলাদা বৈচিত্র রয়েছে সেটি হলো ,যে সমস্ত জলপ্রবাহ কে আমরা নদ নামে অবিহিত করে থাকি তারা বন্যার সময় রুদ্র রূপ ধারণ করে এবং বেশি ক্ষয় ক্ষতি করে |

ওপর দিক এ নদী নামে অবিহিত জলপ্রবাহ গুলি বন্যার সময় কম ক্ষয় ক্ষতি অর্থাৎ মাতৃ সুলভ রূপ দেখা যাই|

A riverside village at sunset with boats docked, people on grassy fields, and houses with metal roofs. Calm and scenic atmosphere.

Comments


bottom of page