top of page

মহাত্মা গান্ধীর হত্যা

  • an Author
  • Jun 25
  • 2 min read

godse killing gundhi ji

আজ থেকে 76 সাল আগে 30 জানুয়ারি 1948 এর কথা যখন নাথুরাম গডসে মহাত্মা গান্ধীর হত্যা করে ।


  কে সেই নাথুরাম গডসে ?

গান্ধীজির হত্যা কারীর হলেন সেই নাথুরাম গডসে। তাঁর জন্ম 1910 সালে 19 মে মহারাষ্ট্রের বারমতি গ্রামেজন্ম গ্রহণ করেন। তাঁর পুরো নাম ' নাথুরাম বিনায়ক গডসে '।


নাথুরাম গডসে কিভাবে গান্ধী হত্যা করেছিল?

সময় টা ছিল বৈকাল তখন গান্ধীজি বল্লভ ভাই পাটেল এর সাথে মিটিং করছিল


আর উল্টো দিকে গডসে তার 2 সাথী নারায়ণ আপটে আর বিষ্ণু কারকারের সাথে পুরোনো দিল্লির 6 নম্বর রেস্টিং এরিয়াতে তাদের শেষ বা ফাইনাল প্ল্যান সম্পন্ন করে করে।


এর পর নাথুরাম গডসে তার বন্ধুকে গুলি লোড করে গডসে এবং তার 2সাথী বিড়লা মন্দিরে তাদের জিত এর আশীর্বাদ নিতে যায়। সেই সময় নারায়ন আপটে ও বিষ্ণু কারকারে মন্দিরে উঠলে গডসে চলে যায় মন্দিরের পিছনের জঙ্গলে তার প্র্যাকটিস এর জন্য কারণ সে চায় না তার একটাও গুলি লক্ষছাড়া হোক।

       

তারপরেই দেরি না করে মন্দির থেকে 6 কিমি দূরে বিড়লা হাউসের জন্য রওনা দেই এবং তার সাথীরা 5 মিনিট পরে আছে যাতে তাদের প্ল্যান নিয়ে কারোর সন্দেহ নাহয়।

বিড়লা হাউসে প্রতিদিনের থেকে সেদিন গেটে আরো বেশি পুলিশ দাঁড়িয়ে ছিল কারণ শুধু এই আক্রমণ না 1934-1948 এর মধ্যে 5 বার গান্ধীজি কে প্রাণে মারার চেষ্টা করা হয়।

এর মধ্যে এক চমৎকার ব্যাপার জানা যায় না কেনো বা কিভাবে টা হয়েছে এই 20-30 জানুয়ারির মধ্যে গান্ধীজি 14 বার তার মৃত্যুর কথা বলেছিল। এমনকি 21 জানুয়ারি তাঁর প্রার্থনা সভায় বলছিল যদি কেউ আমার উপর খুব কাছে থেকে গুলি চালায় সেই সময় আমার মুখে রাম নাম আর হাসি সহ মৃত্যু শিকার করি তবেই আমি মহাত্মা।



সেইদিন গেটে পুলিশ বেশি থাকায় নাথুরাম ভয় পেয়ে যাই কিন্তু সেইদিন গান্ধীজি বলেন আমার মান্য কারীদের তল্লাশি করা জানো না হয়, সেই সুযোগেই নাথুরাম ও তাঁর 2 সাথী হাতিয়ার সহ প্রবেশ করে।আর ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়িয়ে যায়।

সন্ধ্যে 5 বাজতে চলল সে একেই 15 মিনিট লেট মিটিং এর জন্য । গান্ধীজি তবুও আসেনা তখন নাথুরাম ভাবতে শুরু করে যে তার এই প্ল্যান এবার হয়তো ফেল হয়ে যাবে, কিছুক্ষণ পরেই 5:15 PM এর সময় গান্ধীজি বিড়লা হাউস থেকে তার কাছের সাথী ' মানু' আর 'আভা' কাঁধে হাত দিয়ে দুর্বল পায়ে আসতে থাকে সভায় তখনই নাথুরাম দুই হাত জোড় করে প্রণাম করতে যায় তখন তার দুই হাতের ফাঁকে থাকা পিস্তল লোকানো ছিল তখন ঠিক 5:17 এর সময় নাথুরাম তাঁর লক্ষ্য গান্ধীজির উপর ধরাধর 3 টি গুলো চালিয়ে দেয়


একটা থাইয়ে;একটা পেটে;আর একটা বুকে গুলি নিয়ে গান্ধীজি মুখে "হে রাম" বলে নিজের মৃত্যু গ্রহণ করে।

Comments


bottom of page