top of page

রথযাত্রা ২০২৫: জগন্নাথ দেবের রথযাত্রা মিলনের মহাউৎসব

  • an Author
  • Jun 27
  • 2 min read
Crowd pulls vibrant, decorated chariots in a lively festival. Bright red and yellow hues dominate under a clear blue sky.

জয় জগন্নাথ

প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রীক্ষেত্র পুরীতে পালিত হয় এক মহোৎসব - শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।এই মহাযাত্রা কেবলমাত্র একটি আচার নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস, অনুভূতি ও ঐতিহ্যের প্রতিফলন । লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শন লাভ করতে।শুধু পুরী নয়, সারা বিশ্বের জগন্নাথ ভক্তদের কাছে এই দিনটি এক বিশেষ তাৎপর্যপূর্ণ ও আনন্দময় দিন।


রথযাত্রার প্রণালী:

রথযাত্রার দিন ভগবান জগন্নাথ, তাঁর দাদা বলরাম ও বোন সুভদ্রাকে তিনটি বিশাল রথে করে শ্রীমন্দির থেকে ২ কিমি দূরে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে যান।৮ দিন পর অর্থাৎ ৯তম দিন মাসির বাড়ি থেকে ভগবান আবার নিজ মন্দিরে ফিরে আসেন, যা "বাহুড়া যাত্রা"(উল্টোরথ) নামে পরিচিত।

Colorful chariots in red, blue, and yellow are pulled by people in traditional attire during a festival. Clear sky background.

রথযাত্ৰায় তিন রথের বিশেষত্ব:

রথযাত্রার মূল আকর্ষণ হলো তিনটি সুবিশাল রথ। প্রতিটি রথেরই নিজস্ব নাম এবং বিশেষত্ব আছে:

  • নন্দীঘোষ –এটি স্বয়ং ভগবান জগন্নাথের রথ। এই রথটি হলুদ ও লাল রঙের কাপড়ে সজ্জিত থাকে এবং এটি তিনটি রথের মধ্যে সবচেয়ে উঁচু ও বড়। (১৬ চাকা)

  • তালধ্বজ – এটি ভগবান বলরামের রথ। এই রথটি লাল ও সবুজ রঙের কাপড়ে সজ্জিত থাকে। (১৪ চাকা)

  • পদ্মধ্বজ (বা দর্পদলন ) – সুভদ্রার রথ। এই রথটি কালো ও লাল রঙের কাপড়ে সজ্জিত থাকে। (১২ চাকা)


এই রথগুলি তৈরি করতে প্রতি বছর বহু শিল্পী অক্লান্ত পরিশ্রম করেন। সম্পূর্ণ কাঠের তৈরি এই রথগুলিতে কোনো পেরেক বা লোহার ব্যবহার হয় না, যা এর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।


রথ টানা:

রথযাত্রার প্রধান আকর্ষণ হলো — রথ টানা। সাধারণত দেবতাদের রথ মন্দির থেকে গুণ্ডিচা মন্দির পর্যন্ত শত-সহস্র ভক্ত টেনে নিয়ে যান। বিশ্বাস করা হয়, এই রথ টানলে জীবনের পাপ নাশ হয় ও মুক্তির পথ প্রশস্ত হয়।"জয় জগন্নাথ" ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। এই সময় পুরীর রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। ভক্তরা কাঁধে কাঁধ মিলিয়ে রথের রশি টেনে রথকে এগিয়ে নিয়ে যান।


কেবল ধর্ম নয়, এক সর্বজনীন উৎসব এই রথযাত্রা রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এক সামাজিক মিলন উৎসবও ।এটি এক সামাজিক, সাংস্কৃতিক ও লোকজ মিলনমেলা

শিশু, যুবক, বৃদ্ধ—সকল বয়সের মানুষই এই উৎসবে আনন্দে মেতে ওঠে। এটি ভক্তি আর আনন্দের এমন এক মিলনক্ষেত্র, যেখানে বিভেদ নেই—আছে কেবল একাত্মতার অনুভব।


“জয় জগন্নাথ!”

2 Comments


Guest
Jun 29

Nice

Like

Guest
Jun 27

Khub sundor

Like
bottom of page